মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : কাউন্সিলর সজল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন সভাপতি ও নাসিক ১৬ নং ওর্য়াড কাউন্সিলর নাজমুল আলম সজল বলেছেন, আমরা মুক্তিযুদ্ধ দেখিনি। তবে আমাদের বড়দের কাছ থেকে মুক্তিযদ্ধের সঠিক ইতিহাস জেনেছি। এখনো মনযোগ দিয়ে শুনি। তাই ইতিহাস বিকৃত করা যাবে না। দেশকে আরো সম্বৃদ্ধিশীল করতে আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন সন্ধি। মঙ্গলবার পশ্চিশ দেওভোগ এলাকায় এ আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি নূর উদ্দিন এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাত্তার, মহানগর আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন, নারায়ণগঞ্জ এর সহ-সভাপতি মো. কবির হোসেন, হোসিয়ারী এসোসিয়েশন এর সাবেক পরিচালক দুলাল মল্লিক।

এসময় প্রতিযোগীতায় অংশগ্রহনকারী শিশু ও সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে কাউন্সিলর সজল আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় তারা একদিন কেউ দেশের প্রধানমন্ত্রী হবে, মেয়র ও মন্ত্রী হবে। স্বাধীনতার চেতনায় সুনাগরিক হিসেবে গড়ে উঠতে তাদের সঠিক ইতিহাস জানা প্রয়োজন। বর্তমানে যে সকল মুক্তিযোদ্ধা বেচেঁ আছে তাদের মাধ্যমে শিশুরা যেন মুক্তিযুদ্ধের ইতিহাস এর মূল্যবোধ সর্ম্পকে জানতে পারে এজন্য এধরণের আয়োজন খুবই ভালো। তাছাড়া এই সামাজিক সংগঠন পরিষ্কার-পরিছন্নতা সহ সামাজিক অবক্ষয়ে এগিয়ে আসে।যা অন্যদেরকেও ভালো কাজ করতে আগ্রহী করে তুলবে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা সরকার আলম, সহ-সভাপতি সালাউদ্দিন, সাধারন সম্পাদক মাসুদুর রহমান, কোষাদক্ষ মমিনুল ইসলাম অন্যান্য নেতৃবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত