নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জের দেওভোগ এলাকা থেকে মো: বুলবুল নামে এক বয়স্ক ব্যাক্তি নিখোঁজ হয়েছে। তার আনুমানিক বয়স ৬০ বছর। ২৫ মার্চ সোমবার দুপুরে যোহরের নামাজের উদ্দেশ্যে বের হয়ে আর বাসায় ফিরে নেই।
সোমবার নিখোঁজ ব্যাক্তি সন্ধানে বিভিন্ন স্থানে মাইকিং করে খুঁজা-খুঁজি করা হয়। নিখোঁজ ব্যাক্তি বুলবুল মানসিক ভাবে অসুস্থ । তবে তিনি নিজের নাম বলতে পারেন। তার গায়ের রঙ কালো, পরনো ছিল লাল চেক শার্ট, সাদা পায়জামা এবং মাথায় টুপি ।
যদি কোন হৃদয়বান ব্যাক্তি তার খোঁজ পেয়ে থাকেন তাহলে দেওভোগ মাদ্রাসা জামে মসজিদে অথবা মোবাইল নাম্বারে যোগাযোগ করতে বলেছেন তার পরিবার। মোবাইল নাম্বার :- ০১৬৭৭৮১১৮৬৮, ০১৬৮২৮৩২৭২০৭।