নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ওয়াসউদদীন আহম্মেদ সনির ১ম মৃত্যু বাষিকী উপলক্ষে সনির বন্ধু মহল এর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪শে মার্চ রবিবার শীতলক্ষ্যা অটোরিক্সা গ্যারেজে এ আয়োজন করা হয়। সনির ১ম মৃত্যু বাষিকী উপলক্ষে ফজর বাদ কোরআন খতম করা হয়।
দোয়ায় তামাকপটি বায়তুল আমান জামে মসজিদের সভাপতি কমল হাজী সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন হেপী, কাযকরী সদস্য মো: পন্ডিত হোসেন, মো: সেলিম, মো: দেলোয়ার, সনির পরিবারের সদস্যরা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তির্গ উপস্থিত ছিলেন।
এ সময় সনির রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন তোলারাম বায়তুল মামুর জামে মসজিদের ইমাম ও দখিন নলুয়া জামে মসজিদের ইমাম। দোয়া পরিশেষে সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।