নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নগরীর আমলাপাড়া এলাকায় অজ্ঞাত এক যুবক (৩১) কে ছুরিকাঘাত করে খুন করেছে দুবৃর্ত্তরা। সোমবার (২৫ মার্চ) সকালে আমলাপাড়া গার্লস স্কুলের পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম ও পরিচয় জানা যায়নি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার (তদন্ত) ওসি মিজানুর রহমান জানান, সকালে আমলাপাড়া গার্লস স্কুলের পাশে অজ্ঞাত যুবকের লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরে ধারালো ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারাণা করা হচ্ছে যুবকটি ছিনতাইকারীর কবলে পরতে পারে। তবে নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। এঘটনার সাথে জরিতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।