আধুনিক ওয়ার্ড গঠনে জনগণের সহযোগিতা চাই : কাউন্সিলর খোরশেদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের তত্বাবধানে প্রায় অর্ধ কোটি টাকা ব্যায়ে  মাসদাইর শেরে বাংলা রোডের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শহীদ শাব্বির আলম খন্দকার রোডের বাইতুল আমান জামে মসজিদ ও আদর্শ স্কুল জামে মাসজিদ পর্যন্ত রাস্তা বাংলাদেশের সর্বাধুনিক পদ্ধতি এসফল্টের মাধ্যমে সীল কোটের কাজ শুরু হয়েছে।

বৃহষ্পতিবার (২১ মার্চ) সংস্কার কাজ উদ্বোধন কালে জনগনের প্রতি কাউন্সিলার খোরশেদ অনুরোধ জানিয়ে বলেন,  তারা যেন যত্ন সহকারে রাস্তা ও ড্রেন ব্যাবহার করেন, ড্রেনের উপর বালু না রাখেন এবং গৃহস্থালি বর্জ্য রাস্তায় না ফেলে নাসিক কর্তৃক এনজিওর গাড়ীতে দেন।

তিনি একটি আধুনিক মান সম্মত বাসযোগ্য ওয়ার্ড গড়তে জনগনের সহয়তা কামনা করেন।

add-content

আরও খবর

পঠিত