নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদ দাতা ) : স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে জামপুর মাঝেরচর এম এস জিকে উচ্চ বিদ্যালয়ে ১৭ মার্চ সোমবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মদিন পালন করা হয়। আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হা-মীম শিকদার শিপলু।
জামপুর মাঝেরচর এম এস জিকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুর রউফ মিয়া তার স্বাগত বক্তব্য কালে বলেন, সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান আমাদের অনুপ্রেরনা, যার জন্ম না হলে বাংলাদেশ নামক মানচিত্রের জন্ম হতো না। আজও হয়তো আমরা পরের গোলামী করতাম ও পরাধীন থাকতাম।
সমাপনী বক্তাব্য রাখেন জামপুর ইউনিয়নেনর চেয়ারম্যান হা-মীম শিকদার শিপলু বলেন, টুঙ্গী পাড়ায় জন্ম হওয়া সেই বীর নায়ক যিনি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আর্শিবাদ হয়ে এসেছিলেন। পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে বন্ধি থেকেও মুক্তিকামী বাঙ্গালীর হয়েই কথা বলেছেন।
চেয়ারম্যান শিবলু আরো বলেন, আজও হয়তো আমরা পাকিস্তানীদের গোলামী করতাম, সেই গোলামী এবং দাসত্ব থেকে মুক্তি দেয়ার জন্য বার বার কারা নির্যাতনের শিকার হয়েছেন বঙ্গবন্ধু। জাতির পিতা পাকিস্তানী কারাগারে থেকেও বলেছে আমাকে তোমরা ফাসি দাও আমাকে মেরে ফেল কিন্তু আমার লাশ আমার প্রানের দেশ বাংলাদেশের মানুষের কাছে পাঠিয়ে দিয়। আমি মৃত্যুকে ভয় পাইনা, কিন্তু আমার সোনার বাংলার মানুষের মুখে হাসি দেখতে চাই। এভাবেই বঙ্গবন্ধুর স্মৃতি চারন করতে আবেগে আপ্লুত হয়ে পড়েন হা-মীম শিকদার শিপলু। স্কুলের ছাত্র/ছাত্রীরা, শিক্ষক ও অতিথীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে এক দোয়ার মাধ্যমে কেক কেটে অনুষ্ঠানের সমাপনী টানেন জামপুর ইউনিয়নের চেয়ারম্যান হা-মীম শিকদার শিপলু।