অটোরিক্সা সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ অটোরিক্সা সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন (রেজিনং- ঢাকা ৩৫৬১) এর উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ রবিবার সন্ধ্যায় চাষাড়াস্থ নারায়ণগঞ্জ অটোরিক্সা সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ আয়োজন করা হয়।

আয়োজন অনুষ্ঠানে নারায়ণগঞ্জ অটোরিক্সা সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি রিপন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহিরুল আলম হেলাল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি নুরু পাটোয়ারি, যুগ্ম সহ-সাধারণ সম্পাদক আকতার হোসেন, কোষাধ্যক্ষ হারুন অর রশিদসহ সসংগঠনের অন্যান্য সদস্যবৃন্দরা।

add-content

আরও খবর

পঠিত