নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় প্রেমে ব্যর্থ হয়ে নিপুন (১৮) নামে এক কলেজ ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (১৩ মার্চ) সকালে ফতুল্লার ভুইগড় এলাকা এ ঘটনা ঘটে। নিহত নিপুন ফতুল্লার উত্তর ভুইগড় এলাকার জুয়েল মিয়ার ছেলে এবং মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র। তাদের গ্রামের বাড়ি মাদারীপুর সদরে।
ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাজেদ মিয়া জানান, সকালে নিপুনের কলেজে যাওয়ার কথা ছিল। কিন্তু সময় মতো কলেজে না যাওয়ায় তার মা নিলা আক্তার ঘরের দরজায় ধাক্কা দেন। ছেলে দরজা না খোলায় আশপাশের লোকজনকে তিনি ডেকে আনেন। তারা জানালা দিয়ে ফ্যানের সঙ্গে নিপুনের মরদেহ ঝুলতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও জানান, এক মেয়ের সঙ্গে নিপুনের প্রেমের সম্পর্ক ছিল। সেই মেয়ের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। যে কারণে গত কয়েক দিন যাবত নিপুন হতাশ হয়ে পড়েছিল। প্রেমে ব্যর্থ হয়ে নিপুন আত্মহত্যা করেছে বলে পরিবার জানিয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের আবেদন করা হয়েছে বলেও জানান এসআই মাজেদ মিয়া।