আজ কামাল আহাম্মেদ এর ৫ম মৃত্যু বার্ষিকী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ রিফাত আল রহমান ) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি, নারায়ণগঞ্জ শহর আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও গলাচিপা সংসদের সাধারণ সম্পাদক  কামাল আহাম্মেদ এর ৫ম মৃত্যু বার্ষিকী আজ।

আজ ১০ মার্চ রবিবার আজকের এই দিনে তিনি গলাচিপা নিজ বাস ভবনে মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, অসংখ্যক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার বড় ছেলে পলাশ আহমেদ জানান, ১০ মার্চ রবিবার বাদ আসর গলাচিপা জামে মসজিদে আমাদের পরিবারের পক্ষ হইতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদ মাহফিলে বন্ধুগণ, শুভাকাঙ্খি ও আত্মীয়-স্বজনসহ সকল ব্যাক্তিদের উপস্থিতি কামনা করছি। তা ছাড়া মরহুম পিতার রূহের আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন তার ছেলে।

উল্লেখ্য, প্রয়াত কামাল আহাম্মেদ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি, নারায়ণগঞ্জ শহর আওয়ামীলীগের প্রচার সম্পাদক, গলাচিপা সংসদের সাধারণ সম্পাদক, গলাচিপা পঞ্চায়েত কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও গলাচিপা ডি.এন রোড বিদ্যালয়ের উপদেষ্টা ও প্রয়াত জননেতা এ.কে.এম শামসুজ্জোহার ঘনিষ্ট সহযোগী ছিলেন।

add-content

আরও খবর

পঠিত