নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আজ থেকে শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ব্রাদার্স ইউনিয়নকে ৩ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২২০ রান তুলে ব্রার্দাস ইউনিয়ন। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন ইয়াসির আলী। ৬৯ বলে ৫ বাউন্ডারি আর ২ ছক্কায় এই ইনিংসটি সাজান বিপিএলে নজর কাড়া এই ব্যাটসম্যান। এছাড়া ফজলে মাহমুদ ৩৪ আর শরিফুল্লাহ করেন ৩৫। রূপগঞ্জের পক্ষে ২টি করে উইকেট নেন মুক্তার আলী আর নাবিল সামাদ।
২২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে ভাল অবস্থানে থাকলেও পরে ম্যাচ থেকে ছিটকে পড়ার অবস্থা হয়ে গিয়েছিল রূপগঞ্জের। ৩ উইকেটে ১২২ রান তুলা রূপগঞ্জ ২১১ রানের মধ্যে হারিয়ে ফেলে ৭ উইকেট। দলের হয়ে শাহরিয়ার নাফিস ৯৮ বলে মাত্র ২ বাউন্ডারিতে ৫৯ রানের ধৈর্য্যশীল এক ইনিংস খেলেন।
শেষ ওভারে ৯ রান দরকার ছিল রূপগঞ্জের। ভারতীয় পেসার চিরাগ জানি প্রথম দুই বলে মাত্র এক রান দেন। তবে তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচটা শেষ করে দেন মুক্তার আলী। পরের দুই বলে দুই সিঙ্গেলসে জয়ের আনন্দে মাতে রূপগঞ্জ।
চিরাগ জানি ৬৫ রানে নেন ৩ উইকেট । ২ উইকেট নেন মোহাম্মদ শরীফ।