৭ মার্চ বিএনপির নজরুল-ইব্রাহিম স্মরনে সভা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সদ্য প্রয়াত নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সাবেক সভাপতি মরহুম নজরুল ইসলাম ও সিদ্ধিরগঞ্জ মৎস্যজীবি দলের সভাপতি মরহুম ইব্রাহিম সরদার স্মরনে স্মরন সভার আয়োজন করা হয়েছে।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে আগামী বৃহস্পতিবার ৭ মার্চ বিকাল তিনটায় নজরুল ও ইব্রাহিম স্মরন সভা কমিটির উদ্দ্যোগে এই স্মরন সভা অনুষ্ঠিত হবে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও স্মরন সভা কমিটির আহবায়ক এটিএম কামাল এর সভপতিত্বে স্মরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, প্রধান আলোচক চেয়ারপার্সনের উপদেষ্টা এড: তৈমুল আলম খন্দকার, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি এডঃ আবুল কালাম, কেন্দ্রীয় শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান জসিম, কেন্দ্রীয় মৎসজীবি দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুগ্ম আহবায়ক নাদিম চৌধুরী।

উক্ত স্মরন সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য স্মরন সভা কমিটির পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।

add-content

আরও খবর

পঠিত