নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের প্রাক্তন যুগ্ম সম্পাদক ও ক্লাবের সদস্য বীর মুক্তিযোদ্ধা আল মামুন সারোয়ার ননী গত পহেলা মার্চ শুক্রবার রাত দশটায় নারায়ণগঞ্জের চাষাড়া বায়তুল আমান নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন )। তিনি কিছু দিন যাবত অসুস্থ ছিলেন। তাঁর মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
আল মামুন সারোয়ার ননীর মৃত্যুতে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সাধারন সম্পাদক খালেদ হায়দার খান কাজল গভীর শোক প্রকাশ করেছেন । সেই সাথে তাঁর আত্মার মাগফেরাত কামনা সহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
আগামী সোমবার বাদ জোহর নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে মরুহুমের স্মরণে এক দোয়া অনুষ্ঠিত হবে। মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাংখীদের দোয়া অনুষ্ঠানে উপস্থিত থেকে মরুহমের আত্মার মাগফেরাত কামনা করার জন্য মরহুমের পরিবারের পক্ষ হতে অনুরোধ জানানো হয়েছে।