শামীম ওসমানের জনসমাবেশে ১৩ নং ওয়ার্ড আ.লীগের যোগদান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমানের জনসমাবেশে ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে যোগদান করেছেন। শনিবার (২ মার্চ) বেলা আড়াইটায় নগরীর ২নং রেলগেইট এলাকার মিডটাউন শপিং কমপ্লেক্সের সামনে স্বাধীনতা দিবস উপলক্ষে এ আয়োজন করেন।

মিছিলটি স্লোগানে স্লোগানে রাজপথ কম্পিত হয় এই বলে, নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাটি, নারায়ণগঞ্জের মাটি শামীম ওসমানের ঘাটি, নারায়ণগঞ্জের মাটি আওয়ামীলীগের ঘাটি। মহাসমাবেশে উপলক্ষে শনিবার দুপুর থেকেই বিভিন্ন এলাকা থেকে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রঙ বেরঙের ব্যানার ফেস্টুন হাতে নিয়ে ঢাক-ঢোল পিটিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে যোগদান করতে শুরু করেন।

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রবিউল হোসেন, ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান, ওয়ার্ড আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক মো.আব্দুর রশিদ, ওয়ার্ড আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: হুমায়ুন খন্দকার, মহানগর আওয়ামীলীগের কার্যকরী পরিষদের সদস্য গোলাম মোহাম্মদ (গুলু), নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, শফি আহামেদ, দিনেশ হাবিলদার, আব্দুল মজিদ, রবি মিয়া (বক্কা) মো. দেলোয়ার, আমির, পারভেজ, মো. রাকিব হাসান, আনিস, আরিফ, নূর আলম ও প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত