খোকন ও শিপলু স্মৃতি ডিগবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : খোকন ও শিপলু স্মৃতি ডিগবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুাষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মার্চ) বিকালে ১লা মার্চ জয় গোবিন্দ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। খোকন ও শিপলু স্মৃতি ডিগবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুাষ্ঠানে ১৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক  আনিস উদ্দিন আহম্মেদ প্রধান অতিথির বক্তব্য বলেন, তোমরা জাতীর ভবিষ্যৎ তোমরা খেলার মাধ্যমে আরো সামনে এগিয়ে যাবে।  শিক্ষা,ধর্ম সব ক্ষেত্রে এগিয়ে যেতে হবে এবং মাদক থেকে এই দেশ সমাজ কে তোমাদেরই বাঁচাতে হবে।

তিনি আরো বলেন,  খেলাধুলা, শিক্ষা সাংস্কৃতিক ও ধর্মীয় অনুভূতে যারা নিয়োজিত থাকে তারাই নম্র ভদ্র থাকে এবং দেশকে বিশ্বের মাঝে পরিচিতি করিয়ে দেশের সম্মান বৃদ্ধি করতে পারে, আমি তোমাদের সফলতা কামনা করি।

এটুজেড স্পোটিং ক্লাব ও মাবুল স্পোটিং ক্লাব এ খেলায় অংশগ্রহন উভয় দল ৩০মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোন গোলের দেখা না মিললেও পরবর্তীতে ট্রাইব্রেকারের মধ্যদিয়ে ০-১গোলে জয় ছিনিয়ে আনে মাবুল স্পোটিং ক্লাব এবং  রানার্সআপ হয়েছেন  এ টু জেড ক্লাব।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, জনাব হাজী গিয়াসউদ্দিন আরমান, মোঃ মাসুদ রানা, এ এইচ মুন্না, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও ফুটবল রেফারি নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান আয়োজনে ছিলেন, মো. আরিফ, মো. পিয়াল, আকাশ,  আশিক,শরীফ, আসিফ,রোমান,ইমরান ও নাঈম সহ অনেকেই  ।

add-content

আরও খবর

পঠিত