নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে জেলা পুলিশের পক্ষ থেকে প্রথমবারের মতো পুলিশ সুপার কাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে জেলা পুলিশ লাইন্স মাঠে এ টুর্ণামেন্টের আয়োজন করা হয়।
আয়োজিত পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট খেলায় পুলিশ সুপার একাদশের বিপক্ষে ৯-৭ গোলে হেরেছে নারায়ণগঞ্জ প্রেসক্লাব একাদশ। দারুণ এক দৃষ্টান্ত স্থাপন করলে পুলিশ সুপার মোহাম্মদ হারুন রশীদ। আর খেলায় অংশ নিয়ে হেরে গিয়েও জিতেছে নারায়ণগঞ্জ প্রেসক্লাব।
তবে মাঠের খেলায় হার-জিত থাকলেও পরিশেষে পুলিশ ও সাংবাদিকদের এই অবিস্বরণীয় ম্যাচের জয় হয়েছে দুই দলেরই ! জয় করে নিয়েছে নারায়ণঞ্জবাসীর ভালোবাসা।
জেলা পুলিশের প্রীতি ফুটবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যকালে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, বর্তমানে নারায়ণগঞ্জ জেলাটি অনেকটি পরিবর্তন ঘটেছে। ফুটপাত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ, অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ এবং বেশ কিছু সন্ত্রাসীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মাদক চোরাচালানীরাও এখন পর্দার অন্তরালে ঢুকে পড়েছে। পুলিশ বাহিনী জনসাধারণের মাঝে গণজাগরণ তৈরি করেছে।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে একটি বড় জুয়ার আসর বসতো সেটিও উঠিয়ে দেয়া হয়েছে। সাংবাদিকসহ সবাই সহযোগিতার হাত বাড়িয়েছেন। এমপি শামীম ওসমানও মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। তিনিও আমাদের এ ব্যাপারে সহযোগিতা করবেন বলে আমাদের কথা দিয়েছেন। আমরাও নারায়ণগঞ্জে অবশ্যই মাদক চোরাকারবারী ও সন্ত্রাসের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবো।
গুটিকয়েক অসৎ পুলিশের সদস্যেও কারণে এর দায় গোটা পুলিশ বাহিনী নিবেনা এমন হুঁশিয়ারি দিয়ে পুলিশ সুপার বলেন, কয়েকজন সদস্য আমাদের বাহিনীকে কলঙ্কিত করবে এমনটি হতে দেয়া হবে না।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক রাব্বী মিয়া, ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড এ্যাডমিন) মোহাম্মদ আবু কালাম সিদ্দিক, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপস্ এন্ড ইন্টেলিজেন্স) মোহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়ারদের মাঝে অতিথিরা ক্রেস্ট, মেডেল ও ট্রফি তুলে দেন।