বৃষ্টিতে নগরবাসীর ভোগান্তি, অব্যাহত থাকছে বৃষ্টিপাত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবার রাত থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত শুরু হলেও সকালে ভারী বৃষ্টিপাত হয়েছে। সারাদিন কিছুক্ষন পরপরই দমকা হাওয়া আর ঝিরিঝিরি বৃষ্টি। তার সঙ্গে শীতল হাওয়া। দুপুরের পর বৃষ্টির প্রকোপ কমলেও ছিলো ঝিরিঝিরি বৃষ্টি ও যানবাহন সংকট। এতে শিক্ষার্থী, অভিভাবক কিংবা কর্মজীবী নানা প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষকে পড়তে হয়েছে ভোগান্তিতে।

অপরদিকে থেমে থেমে  বৃষ্টি ও ঝড়ো হাওয়ায নগরীতে বেড়েছে শীতের তীব্রতা। কর্মব্যস্ত মানুষেরা কাজকে উপেক্ষা করে বৃষ্টি আর শীতের তীব্রতায় ঘরকুণো হয়ে পড়েছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রমতে, পশ্চিমা লঘুচাপের প্রভাবে তৈরি হওয়া বৃষ্টিপাত হচ্ছে। নারায়ণগঞ্জসহ দেশের অনেক জেলায় বুধবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত ১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামীকাল বৃহস্পতিবারও এই বৃষ্টি অব্যাহত থাকবে। তবে আগামী শুক্রবার থেকে আবহাওয়া স্বাভাবিক হতে পারে।

add-content

আরও খবর

পঠিত