নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, সারাদেশে ভরাট হয়ে যাওয়া ছোট ছোট নদী, খাল ও জলাশয় খননের মাধ্যমে পুনরুদ্ধারের লক্ষ্যে একটি প্রকল্প গত বছরের ৭ নভেম্বর একনেক সভায় অনুমোদন হয়েছে। ওই প্রকল্পের আওতায় সোনারগাঁ উপজেলার ভরাট হয়ে যাওয়া খালসমূহের মধ্যে পঙ্খীরাজ খাল ও রামদি খাল আছে। চলতি অর্থবছরেই এই খাল ২টি খনন করা হবে। প্রকল্পটির ২য় পর্যায়ে সোনারগাঁ উপজেলার অবশিষ্ট খালসমূহ অন্তর্ভুক্ত করা হবে।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার প্রশ্নের উত্তরে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক একথা বলেন। সাংসদ খোকার ৭৩০ নং তারকাচিহ্নিত প্রশ্নটি ছিল-নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ভরাট হইয়া যাওয়া খালগুলি পুন:খনন করিবার কোন পরিকল্পনা সরকারের আছে কিনা?