নেতাকর্মী‌দের সু‌খে- দু:‌খে থাক‌তে চাই : এম‌পি শামীম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বলেছেন, আমি নেতাকর্মীদের সু‌খে- দু:‌খে পাশে থাকতে জাই। আমি ধান্দা করতে আসি নাই। আমি ওয়াদার বরখেলাপ করবো না। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টায় মাসদাইরের বাংলা ভবন কমিউনিটি সেন্টারে আগামী ২ মার্চ (শনিবার) আয়োজিত জনসভার আলোচনা ও প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন৷

তিনি আরো বলেন, দ্বন্দ্ব কইরেন না। গ্রুপিং কইরেন না। যা হয় আমরা এক সাথে থাকবো। ক্ষমতার দম্ভ দেখাইয়েন না, অহংকার দেখাইয়েন না। আল্লাহ অহঙ্কারিকে পছন্দ করেন না।

এমপি শামীম ওসমান বলেন, অতীতের রেকর্ড ব্রেক করে টাইমলি ২ মার্চ নারায়ণগঞ্জে সর্ববৃহৎ জমায়েত করবো। কে কাকে বললো আর বললো না তা দেখার দরকার নেই। আমি আপনাদের বললাম। এক তারিখে আমি নারায়ণগঞ্জে সারাদিন থাকবো। সরাসরি আপনারা আমার সাথে কথা বলবেন।

add-content

আরও খবর

পঠিত