পলাশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে : এসপি হারুন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) হারুনু অর রশীদ বলেছেন, বিমান ছিনতাইচেষ্টাকারী পলাশ আহমেদের নামে নারায়ণগঞ্জের কোনো থানায় মামলা নেই, তবে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পলাশ দুবাই পাঠানোর কথা বলে অনেকের কাছ থেকে অর্থ নিয়েছে। পরিবারের কাছেও সে দুবাই যাবে বলে জানিয়েছিলো। এছাড়া চিত্রনায়িকা শিমলাকে নিয়ে সে দুইবার নিজ বাড়িতে এসেছিল বলে তার বাবা জানিয়েছেন। শিমলাকে না-কি সে বিয়ে করেছিল, তাদের অনেক ছবিও রয়েছে।

এসপি হারুন বলেন, অপরাধের কারণে পলাশের মরদেহ নিতে চাচ্ছে না পরিবার। প্রতারণার অভিযোগে তার ‍বিরুদ্ধে কোনো মামলা ছিলো না।

প্রসঙ্গত, ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খী উড়োজাহাজ রবিবার (২৪ ফেব্রুয়ারি) ছিনতাইকারীর কবলে পড়েছিল। প্রায় দুই ঘণ্টার টানটান উত্তেজনার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি ছিনতাই চেষ্টার অবসান হয়। কমান্ডো অভিযানে উড়োজাহাজে থাকা অস্ত্রধারী তরুণ মাহমুদ পলাশ নিহত হন।

এর আগে উড়োজাহাজটি থেকে যাত্রী-ক্রুসহ সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এ সময় বিমানবন্দর এলাকায় ভিড় করে অসংখ্য মানুষ। এ ঘটনায় সাতটি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়। প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর রাত ১০টার দিকে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।

add-content

আরও খবর

পঠিত