বিমান ছিনতাইকারী পলাশের লাশ নেবেন না বাবা !

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঢাকা থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ছিনতাইয়ের চেষ্টাকারীর পরিচয় পাওয়া গেছে। নিজেদের সংরক্ষিত ক্রিমিনাল ডাটাবেজ অনুযায়ী র‌্যাব দাবি করছে, নিহতের নাম পলাশ আহমেদ। সে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের ফিয়ার জাহানের ছেলে । সে র‌্যাবের তালিকাভুক্ত অপরাধী। এদিকে বিমানের ময়ূরপঙ্খী উড়োজাহাজ ছিনতাইচেষ্টার ঘটনায় নিহত পলাশ আহমেদ (২৩) এর লাশ গ্রহণ করবে না তার পরিবার।

ছিনতাই চেষ্টাকারীর বাবা শুনে বুক ফেটে যাচ্ছে জানিয়ে পলাশের বাবা বলেন, যে ছেলে পরিবারের শুধু নয় দেশের সম্মান নষ্ট করে তার লাশ নেয়ার কোন ইচ্ছা আমার নেই। তবে ইচ্ছার বিরুদ্ধেও অনেক সময় আমাদের কিছু করতে হয়।

এ সময় তিনি আরও বলেন, খোদা তুমি আমাকে এই দিনটা দেখানোর জন্য কেন আমাকে বাচাইয়া রাখলে? সন্তানের এমন দৃশ্য দেখার ও শুনার আগে আমায় কেন পৃথিবী থেকে নিয়ে গেলে না।

এ বিষয়ে সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নিহতের বাবা ফিয়ার জাহান বলেন, আমরা পলাশের লাশ নিতে যাবো না। যদি প্রসাশনের পক্ষ থেকে দেওয়া হয়, তাহলে গ্রহণ করবো।

add-content

আরও খবর

পঠিত