নারায়ণগঞ্জ পু‌লিশ সুপার হারুনের ২ গোল

নারায়ণগঞ্জ বার্তা ২৪স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে জেলা পুলিশের পক্ষ থেকে প্রথমবারের মতো পুলিশ সুপার কাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি রবিবার বিকালে জেলা পুলিশ লাইন্স মাঠে এ টুর্ণামেন্টের আয়োজন করা হয়।আয়োজিত পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী খেলায় পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের লাল দল অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলামের হলুদ দলকে ৪-০ গোল ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছে।জেলা পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত ৬০ মিনিটের এই খেলায় বিজয়ী দলের (লাল দল) অধিনায়ক পুলিশ সুপার হারুন অর রশীদ দুইটি গোল করেন।

এর আগে ২৪ ফেব্রুয়ারি রবিবার  বিকালে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশীদ। টুর্নামেন্টে নারায়ণগঞ্জ প্রেসক্লাবসহ মোট পাঁচটি দল অংশগ্রহণ করছে।জেলা পুলিশ সুপার গণমাধ্যমকে জানান, পুলিশের কনস্টেবল থেকে শুরু করে উর্ধতন কর্মকর্তারা এই টুর্নামেন্টে খেলছেন। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে দিন-রাত ব্যস্ত সময় পার করেন তারা। তাই পুলিশ সদস্য ও কর্মকর্তাদের বিনোদনের ব্যবস্থার পাশাপাশি পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টির জন্যই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

পুলিশ সুপার আরো বলেন, ভূমিদস্যু, সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গীবাদ, মাদক কারবারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা পুলিশের যে অভিযান চলছে তা অব্যাহত থাকবে। পুলিশ আরো নিজেদেরকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করত ভূমিদস্যু, সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গীবাদ, মাদক কারবারীদের বিরুদ্ধে পেশাদারীত্বের মনোভাব নিয়ে কাজ করবে। তিনি সকল সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে  তার বক্তব্য সমাপ্তি করেন।

add-content

আরও খবর

পঠিত