নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর প্রথম শীতলক্ষ্যা সেতুর উপর ট্রাকের ভেতরে থাকা কাগজে অগ্নিকান্ড ঘটেছে। সেই আগুন কিছুক্ষনের মধ্যেই সড়কে ছড়িয়ে পড়লে আতংকের সৃষ্টি হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত না হলেও গাড়ির কিছু অংশ পুড়ে গেছে। আগুন নেভাতে সড়কে চলাচলকারী পথচারী ও স্থানীয়রা ঘন্টাখানিক চেষ্টা চালায়। পরে সড়ক ও জনপথের মাটি কাটার মেশিনের মাধ্যমে আগুনে পোড়া ঝুট সরানোর চেষ্টা চালানো হয়। এদিকে অগ্নিকান্ডের ফলে মহাসড়কের যানচলাচল ৩ ঘন্টা বন্ধ থাকে। এতে দীর্ঘ যানজটে চরম ভোগান্তির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে চট্টগ্রাম মুখী একটি নীল রঙের পন্যবাহী ট্রাক কাঁচপুর ব্রীজের উপর এলে আগুন ধরে যায়। ট্রাকের ড্রাইভার গাড়ির পেছনে আগুন দেখতে পেয়ে গাড়ি থামিয়ে ঝুট গাড়ি থেকে নামিয়ে ফেলে। ফলে আগুন সড়কের উপর ছড়িয়ে পড়ে। আগুনে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। খবর পেয়ে এলাকাবাসী, পুলিশ ও পথচারীগন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রন করার চেষ্টা চালায়। ফায়ার সার্ভিসের গাড়ি যানজটের ফলে আসতে না পারায় সড়ক ও জনপদের মাটি কাটার যন্ত্র দিয়ে আগুনে পোড়া ঝুট সরানোর চেষ্টা চালানো হয়। আগুনের কারনে সড়কের তিন দিকে প্রায় ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।
এ ব্যপারে ট্রাফিক পরিদর্শক (টিআই এডমিন) তসলিম হোসেন বলেন, আগুনে পোড়া গাড়ি রেকার দিয়ে সরানো হয়েছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিভে গেছে বলে নিশ্চিত করেছে। আমরা এখন যানচলাচল স্বাভাবিক রাখার জন্য কাজ করছি। ঘটনা ঘটেছে আউট গোয়িংয়ে তবে আমাদেরকে ইনকামিংও বন্ধ রাখতে হয়েছে।