নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লা থানার ২০১৩ সালের একটি গাড়ি পোড়ানো মামলায় আদালতে হাজিরা দিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিসহ সাত ছাত্রদল নেতা । ফতুল্লা থানার মামলা নং ১৭(১১)১৩ । মঙ্গলবার ( ১২ ফেব্রুয়ারি ) দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালতে হাজিরা দেন রনিসহ সাত ছাত্রদল নেতা ।
আসামি পক্ষের আইনজীবী এড. সাখাওয়াত হোসেন খান জানান, ২০১৩ সালের একটি গায়েবি মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালতে হাজিরা দিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিসহ সাত ছাত্রদল নেতা । বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিহিংসামূলক হাজারো মামলার মধ্যে এটিও একটি গায়েবি মিথ্যা মামলা। বিএনপি নেতাকর্মীদের রাজনৈতিক ভাবে দমিয়ে রাখতে সরকারের অপচেষ্টা মাত্র।
প্রসঙ্গত, গত বছরের ১৭ সেপ্টেম্বর ফতুল্লার দাপা ইদ্রাকপুর থেকে অস্ত্র ও গুলিসহ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে গ্রেফতার করে ফতুল্লা থানা পুলিশ। পরে ১৪১ দিন পর গত ( ৫ ফেব্রুয়ারি ) নারায়ণগঞ্জ জেল থেকে জামিনে মুক্তি লাভ করেন ।