নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে সরকারী হাসপাতালে রক্ত পরীক্ষা করার রোগী দেখলেন না ডাক্তার, এই শিরোনামে সংবাদ প্রকাশের পর নারায়ণগঞ্জ ১০০শয্যাবিশিষ্ট (ভিক্টোরিয়া) জেনালের হাসপাতালের জেলা সিভিল সার্জন ডা. এসসানুল হক, ওই হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ডা. নজরুল ইসলামের বিরুদ্ধে খারাপ আচরনের কারনে সরকারী চাকুরী বিধি মোতাবেক যথাযথ ব্যাবস্থা গ্রহন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন। সোমবার (১১ ফেব্রুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন বিষয়টি জানিয়েছেন।
নারায়ণগঞ্জ ১০০শয্যাবিশিষ্ট (ভিক্টোরিয়া) জেনালের হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসাদুজ্জামান জানিয়েছেন, ডা. নজরুল ইসলামের রোগীদের সাখে খারাপ আচরনের বিষয়টি অত্যান্ত দু:খজনক একটি ঘটনা। তবে আপনারা যে সংবাদ প্রকাশ করেছেন তার ছিল অতিরঞ্জিত।
উল্লেখ্য, গত ১০ফেব্রয়ারী সকালে নারায়ণগঞ্জ ১শ শয্যাবিশিষ্ট (ভিক্টোরিয়া) জেনারের হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ডা. নজরুল ইসলাম সরকারী হাসপাতালের প্যাথলজিতে রক্ত পরীক্ষা করানোর কারনে বয়বৃদ্ধ এক মহিলা (নাম প্রকাশে অনিচ্ছুক) রোগীর সাথে খারাপ আচরন করেন এবং তার রুম থেকে তাকে বাইরে চলে যেতে বলেন। পাশাপাশি বেসরকারী কোন ক্লিনিকে রোগীরা পরীক্ষা নিরীক্ষা না করিয়ে সরকারী হাসপাতালে প্যাথলজি পরীক্ষা করালে ওই সকল রোগীদের সাখে খারাপ আচরন সহ তাদেরকে দেখা করতে দেওয়া হয়না!