নারায়ণগঞ্জ প্রেস মালিক সমিতির সভাপতি বাবু ও সম্পাদক দর্পন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ প্রেস মালিক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১০ ফেব্রুয়ারি )  দুপুরে চাষাড়াস্থ গ্র্যান্ডহল রেষ্টুরেন্টে এ আয়োজন করা হয়। এসময় সমিতির সদস্যদের উপস্থিতিতে (২০১৯-২০ বর্ষের) নতুন কার্যকরি পর্ষদ গঠিত হয়। যেখানে সর্বসম্মতিক্রমে ওয়াহিদ সাদত বাবুকে সভাপতি ও কামরুল হাসান দর্পনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এছাড়াও ২৩ সদস্য বিশিষ্ট গঠিত নতুন কার্যকরি পর্ষদ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শফি হোসেন সরদার, সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান পাহিন, হাজী ইউসুফ আলী, রাম কৃষ্ণ সাহা রামু, ইকরামুল কবির, আলী আকরাম তারেক, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-সাধারণ সম্পাদক, মাহবুবুর রহমান মাহবুব, সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রতন হোসেন, অর্থ সম্পাদক  মো. সাজ্জাদ হোসেন রিয়াদ, সহ-অর্থ সম্পাদক মো. মাহবুবুর রহমান মিলন, দপ্তর সম্পাদক মো. মোক্তার হোসেন সরদার, সহ-দপ্তর সম্পাদক সেন্টু সাহা, প্রচার ও প্রকাশন সম্পাদক মো. জাকির হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মাসুদ হোসেন, কার্যকরী সদস্য মহিউদ্দিন মোল্লা, মাসুম বিল্লাহ মোর্শেদ, মো. নাজির হোসেন, মো.ফজলুল হক ও মো. জসিম উদ্দিনকে নির্বাচিত করা হয়।

সম্মেলনে নব-নির্বাচিত প্রেস মালিক সমিতির নেতৃবৃন্দ আগামী দিনে মালিক ও শ্রমিকসহ প্রেস ব্যবসার সকল প্রকার স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভাপতি ও সাধারণ সম্পাদক সম্মেলনে প্রেস মালিকদের বিভিন্ন কর্মসূচী উপস্থাপন করেন। প্রেস মালিকবৃন্দ আরো ঐক্যবদ্ধ হওয়ার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

add-content

আরও খবর

পঠিত