ফতুল্লায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : ফতুল্লায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারে স্পৃষ্টে অভিনয় বৈদ্ধ (২৩) নামে এক নববিবাহিত যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ সস্তাপুর এলাকার মীনার বাড়ির দুই তলা বাড়ির ছাদে এঘটনা ঘটে। অভিনয় বৈদ্ধ বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার কলসকাঠি গ্রামের মিষ্টি তৈরির কারিগর অভিনাস বৈদ্ধের ছেলে।

অভিনয়ের চাচাতো ভাই সঞ্জয় জানান, এক মাস হয় অভিনয়কে বিয়ে করায় তার বাবা মা। বিয়ের সময় মেয়ের বাবাকে অভিনয়ের বাবা কথা দিয়ে ছিলো ছেলে নারায়ণগঞ্জে গিয়ে কাজে যোগ দিয়ে এসে বৌ উঠিয়ে নিবে। এরমধ্যে অভিনয় আমাদের সঙ্গে যোগাযোগ করে তিনদিন হয় নারায়ণগঞ্জে চলে আসে। এরপর তাকে মীনার বাড়ির দুই তলার ম্যাসে থাকার জন্য রেখে আসি। এ ম্যাসে আমাদের গ্রামের অনেকেই থাকে। আমরা তার জন্য কাজও ঠিক করে রেখেছি। সে কথাই অভিনয় বাবা মাকে বলতে গিয়ে বিদ্যুতের তারে স্পষ্ট হয়ে মারা যায়।

ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

add-content

আরও খবর

পঠিত