এমপি লিয়াকত হোসেন খোকাকে গণসংবর্ধনা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাকে ৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান ডা. আব্দুর রউফের সার্বিক তত্ত্বাবধানে ও সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে এই গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি লিয়াকত হোসেন খোকা বলেন, আমি বিগত ৫ বছর ভাই, বন্ধু ও সন্তান হিসেবে সোনারগাঁবাসীর খেদমত করেছি। ক্ষমতার অপব্যবহার করে কারো উপর জুলুম করিনি। সাধ্য অনুযায়ী উন্নয়ন করেছি এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ সহ সকল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছি। আমার কর্মীদেরকেও আমি মানুষের কল্যাণে পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছি এবং অন্যায় থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছি। মহান আল্লাহ রাব্বুল আ.লামিন আরশের উপর থেকে সব কিছুই দেখেছেন। সত্যের পক্ষে ছিলাম বলেই তিনি আমাকে বিপুল ভোটে আবারো এমপি নির্বাচিত করেছেন। তাই এই বিজয় (অন্যায়ের বিপক্ষে সত্যের বিজয়)। আগামী ৫টি বছরও আমি সত্যের পক্ষে থাকবো এবং সকল জনপ্রতিনিধি, মহাজোটের নেতাকর্মী ও সমাজের ভালো মানুষদের সাথে নিয়ে সোনারগাঁয়ের বাকী কাজগুলো সম্পন্ন করবো।

এমপি খোকা বলেন, একটা সময় বৈদ্যেরবাজার ইউনিয়নে অনেক খুন খারাপি হয়েছে। আমি এমপি হওয়ার পর এই বিষয়টা নিয়ে অনেক চিন্তিত ছিলাম। পরে আপনাদের মধ্যে দীর্ঘদিনের বংশীয় কোন্দল দূর করে পরস্পরের মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টির চেষ্টা করেছি। আল্লাহর রহমতে এরপর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, আগামী ৫ বছরে সোনারগাঁয়ের কোথায় কি কি কাজ প্রয়োজন আমি ইতিমধ্যে সেই তালিকা তৈরীর কাজ হাতে নিয়েছি। আপনারা আমাকে আগের মতই ভাই, বন্ধু ও সন্তান হিসেবে পাবেন- এটা আমার অঙ্গিকার।

গণসংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান ডা. আব্দুর রউফ এমপি খোকাকে ফুলের তোড়া, একটি স্বর্ণের লাঙল ও কাশ্মিরী শাল দিয়ে বরণ করে নেন এবং ডালিয়া লিয়াকতকে একটি বেনারশী শাড়ি উপহার দেন। পরে এমপি খোকাকে বৈদ্যেরবাজার ইউনিয়ন আওয়ামীলীগ ও জাতীয় পার্টি সহ বিভিন্ন অঙ্গসংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ ফুলেল সংবর্ধনা জানায়।

এসময় বক্তব্য রাখেন, এমপি লিয়াকত হোসেন খোকার সহধর্মীনি ডালিয়া লিয়াকত, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলী হোসাইন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু নাইম ইকবাল, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহমুদা আক্তার ফেন্সী, উপজেলা জনপ্রতিনিধি ঐক্য ফোরামের সাধারন সম্পাদক ও বারদী ইউপি চেয়ারম্যান জহিরুল হক, জামপুর ইউপি চেয়ারম্যান হামীম শিকদার শীপলু, সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, সাবেক চেয়ারম্যান হাজী শাহাবুদ্দিন সাবু, উপজেলা ছাত্র সমাজের সভাপতি ফজলুল হক, সাধারন সম্পাদক সেকান্দার আলী, কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক পার্টি নেতা অহিদুল ইসলাম অহিদ, বৈদ্যেরবাজার ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোহাম্মদ উল্লাহ, হাসান, আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মল্লিক মঞ্জুর হোসেন হিরু প্রমুখ।

এসময় উপজেলা জনপ্রতিনিধি ঐক্য ফোরামের নেতৃবৃন্দ সহ বৈদ্যেরবাজার ইউনিয়নের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। গণসংবর্ধনা শেষে ইসলামী সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেশ সেরা কলরব শিল্পী গোষ্ঠীর শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

add-content

আরও খবর

পঠিত