নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : শহরের নিতাইগঞ্জে দুইটি লবন কারখানাকে অর্থদন্ড করা হয়েছে। বৃহষ্পতিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে শহরের নিতাইগঞ্জে অবস্থিত ৩টি লবনের কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এছাড়াও এসময় কারখানা থেকে লবনের নমুনা সংগ্রহ করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম জানান, অপরিস্কার অপরিচ্ছন্ন ও লবনে পর্যাপ্ত আয়োডিন না থাকায় নগদ ৩০ হাজার টাকা জরিমানা এবং আলী সল্ট ইন্ডাস্ট্রিজের মালিক পক্ষকে লাইসেন্স নবায়ন না থাকায় নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই দুইটি প্রতিষ্ঠানসহ শাহে মদিনা সল্ট ইন্ডাস্ট্রিজ এই ৩টি লবন কারখানা থেকে লবনের নমুনা সংগ্রহ করা হয়েছে।