আইজিপি র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নাসিম ওসমানের মেয়ের জামাই

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঢাকা মেট্টোপলিটন পুলিশের ডেমরা জোনের এডিসি ইফতেখায়রুল ইসলাম পেয়েছেন কর্মক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ আইজিপি ব্যাজ। বুধবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ প্যারেড গ্রাউন্ডে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ইফতেখায়রুল ইসলামকে আইজিপি র‌্যাঙ্ক ব্যাজ পড়িয়ে দেন।

তিনি বন্দরের কদমরসুল পৌরসভার কৃতি সন্তান এবং নারায়ণগঞ্জ-৫ আসনের চারবারের সংসদ সদস্য প্রয়াত নাসিম ওসমান এর মেয়ের জামাই। তিনি এক চৌকশ পুলিশ কর্মকর্তা হিসেবে পুলিশ বাহিনীতে পরিচিত। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড প্রতিরোধে এবং আইন শৃঙ্খলায় বিশেষ অবদান রাখায় জনকল্যানকর কাজের স্বীকৃতি স্বরুপ এ বছর ছয়টি বিশেষ ক্যাটাগরিতে ৫০১ জন কর্মকর্তা ও সদস্যরা পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পদক আইজিপি র‌্যাঙ্ক ব্যাজ পেয়েছেন।

add-content

আরও খবর

পঠিত