নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শহরে ৮ দফা দাবিতে বিক্ষোভ সভা ও মিছিল করেছে হোসিয়ারি শ্রমিক ইউনিয়ন। বুধবার (৬ ফেব্রুয়ারি) সকালে শহরের ২নং রেলগেইট বঙ্গবন্ধু সড়কে হোসিয়ারি শ্রমিকদের বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হোসিয়ারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, হোসায়ারি শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি রমজান সরদার, আব্দুল মতিন, আব্দুল হাই শরীফ, সাবকে সাধারণ সম্পাদক তমল এছাড়াও সর্বস্তরের হোসিয়ারি শ্রমিক বৃন্দ।
হোসিয়ারি শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি রমজান সরদার বলেন, আমাদের দাবি আদায়ের জন্য প্রয়োজনে নারায়ণগঞ্জের সকল পরিবহন বন্ধ করে দিব। মালিক পক্ষকে বলছি আপনারা আমাদের দাবী মেনে নিন।
এ সময় হোসিয়ারী শ্রমিক ইউনিয়ন সাবেক সভাপতি আবদুল হাই শরিফ বলেন, আন্দোল সংগ্রাম ছাড়া কোন দাবি সফল হয়নি। রাজপথ বন্ধ করতে হবে । রাজপথ বন্ধ না করতে পারলে আমাদের দাবি সফল হবেনা, আমরা পুলিশ কে ভয় করি না। বেঁচে থাকার জন্য আমরা আন্দোলন-সংগ্রাম করি ।
পরে তারা নগরীর ২নং রেলগেইট হতে মিছিল শুরু করেন। প্রেস ক্লাব, চাষাঢ়া হয়ে পুনরায় ২নং রেলগেইট পাড় হয়ে সদর থানার পুকুর এলাকায় যায়। সবশেষে চুনকা পাঠাগার হয়ে ২নং রেলগেইট এসে মিছিলটি শেষ হয়।