নারায়ণগঞ্জ বার্তা ২৪ : অবশেষে সাড়ে চার মাস কারাভোগের পর ছাড়া পেলেন জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামিন নিয়ে বের হয়ে আসেন তিনি। আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন জানান, রনির বিরুদ্ধে অস্ত্র মামলাগুলোতে উচ্চ আদালত থেকে জামিন নেয়া হয়েছে। এবং আরো ৫টি মামলায় নারায়ণগঞ্জ আদালত থেকে জামিন করানো হয়েছে। সবগুলো মামলায় জামিন শেষে রনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর ঢাকা থেকে রনিকে তুলে নেয়ার অভিযোগ তোলেন তাঁর ভাই মজনুর রহমান রানা। এর একদিন পর অপহরণের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে রনির পরিবার। ১৭ সেপ্টেম্বর ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকা থেকে মশিউর রহমান রনিকে একটি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ গ্রেফতারের কথা জানায় থানা পুলিশ।
গ্রেফতার করার পর ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, রনির বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে কিছু মামলায় জামিন রয়েছে এবং বাকী মামলাগুলোতে সে ওয়ারেন্টভুক্ত আসামী।