গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি- এ প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হলো জাতীয় গ্রন্থাগার দিবস। সারাদেশের মত নারায়ণগঞ্জেও খুব উৎসব মুখর পরিবেশে দিবসটি পালন করা হয়েছে। এ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এবং সরকারি গ্রন্থাগারের উদ্যোগে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কালির বাজার এলাকস্থ জেলা গণগ্রন্থাগারের নবনির্মিত ভবন প্রাঙ্গন থেকে আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের সড়ক প্রদক্ষিণ শেষে গণগ্রন্থাগার প্রাঙ্গণে এসে সমাপ্তি ঘটে। এরপর জেলা গ্রন্থাগারের নবনির্মিত ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান এম এম মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)জসিম উদ্দিন হায়দার। নারায়ণগঞ্জ কলেজের শিক্ষক ও সাংগঠনিক ব্যক্তিত্ব আরিফ মিহির এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম বিল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রেজাউল বারি (সার্বিক) সহ স্কুল ও কলেজের শিক্ষক প্রতিনিধিগণ।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, বই একটি অমূল্য সম্পদ। আমরা সকলেই অনেক বই পড়েছি। কিন্তু আমরা সকল বইয়ের নাম কি জানি। এই মুহুর্তে হয়তো কয়েকটি বইয়ের নাম আমরা বলতে পারবনা। তার কারণ আমাদের চর্চা নেই। তেমন একটা বই পড়া হয় না। আমরা বই পড়া থেকে অনেক বেশি দূরে সরে যাচ্ছি। কেউ মাদক গ্রহণ করছে, কেউ জঙ্গিবাদের দিকে যাচ্ছে। তিনি আরো বলেন, আমাদের সন্তানরা এখন খেলাধুলা করে না কিংবা বেশী বেশী বই পড়ে না। আমাদের এখন সেই জায়গায় ফেরত আসতে হবে । শুধুমাত্র পুথিগত বিদ্যা হলে হবে না। অভিভাবকদের কাছে অনুরোধ থাকবে, সন্তানদের কাদামাটির মত তাদের গড়ে তুলতে হবে। সন্তনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। পৃথিবীতে যত মানুষ মহান ব্যক্তি হয়েছে সকলেই বই পড়েছে। তাই বেশী বেশী বই পড়তে হবে। তাহলেই আলোকিত মানুষ হতে পারবো।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম বিল্লাহ বলেন, মানুষ মারা যাবে কিন্তু কিছু মানুষ অমর হয়ে থাকবে তাদের কীর্তি, জ্ঞান ও আবিষ্কারের জন্য। জ্ঞান অর্জনের জন্য প্রয়োজন পাঠ্যেপুস্তকের গন্ডিকে পেরিয়ে বাইরে বই পড়া। জ্ঞান অর্জন করলেই চলবে না জ্ঞানের প্রয়োগও করতে হবে

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল বারী বলেন, যারা বই পড়ে এবং জ্ঞানী তাদের চেহারার লাবণ্যে, কথাবার্তা, ব্যক্তিত্বে তা পরিলক্ষিত হয়। ঠিক তেমনিই একটি সমাজ, একটি দেশ বা জাতির অগ্রগতি দেখলেই ধারণা করা যায় তাদের শিক্ষার অগ্রগতি। এরপর আলোচনার শেষে নারায়ণগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার কর্তৃক পরিচালিত কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা সরকারি গণগ্রন্থাগারের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

উলেখ্য, সরকার ৫ ফেব্রুয়ারিকে জাতীয় গ্রন্থাগার দিবস ঘোষণা করেছে। দিবসটিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে উদ্যাপনের নিমিত্তে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্রে দিনটিকে (খ) শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত