এসএসসিতে নাম্বার বাড়ানোর প্রলোভন, গ্রেফতার-১

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০১৯ সালের এসএসসি পরীক্ষার মূল্যায়নপত্রে নাম্বার বাড়ানোর ভূয়া পোস্ট দিয়ে বিকাশে টাকা আদায়ের অভিযোগে রিফাত (২০) নামের এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় তার  কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। রবিবার (৩ ফেব্রুয়ারি) ফতুল্লার ভূঁইঘর এলাকা থেকে তাকে আটক করে হয়। রিফাত স্থানীয় একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে কম্পিউটার সাইন্সের ডিপ্লোমা কোর্সের ছাত্র। র‌্যাব-১১ এর  অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানী অধিনায়ক  মো.জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

মো.জসিম উদ্দীন চৌধুরী জানান, গ্রেফতার অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে রিফাত তার বাবার নামে রেজিষ্ট্রেশনকৃত সীম ব্যবহার করে ভূয়া ফেসবুক আইডি খুলে  সেখানে নিজেকে ঢাকা শিক্ষা বোর্ডের কর্মচারী হিসেবে উল্লেখ করে এবং প্রোফাইলে ঢাকা শিক্ষা  বোর্ডের লোগো ব্যবহার করে।

চলমান ২০১৯ সালের এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে তার ভূয়া আইডি থেকে পরীক্ষার্থীদের প্রলুব্ধ করার জন্য বোর্ডের মূল্যায়ন পত্রে নাম্বার বাড়ানোর নামে প্রতারণামূলক পোস্ট দিয়ে আসছে।

তাছাড়া ফেসবুক পেইজে তার ব্যবহৃত ভূয়া আইডি থেকে শিক্ষার্থীদের প্রলুব্ধ করার জন্য প্রতারণামূলক অনেক পোস্ট দেয়। অনেকে প্রতারিত হয়ে যোগাযোগ করলে তাদের কাছ থেকে বিকাশে টাকাও নেয় বলে আটককৃত রিফাত জিজ্ঞাসাবাদে জানায়। তার কাছ থেকে জব্দ করা মোবাইলগুলোতে এ সংক্রান্তে প্রতারণার গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেছে।

 গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

add-content

আরও খবর

পঠিত