নারায়ণগঞ্জ বার্তা ২৪ : প্রডাকশন অপারেটরদের ন্যায্য মজুরি নির্ধারণ না হওয়াতে শহরে বিক্ষোভ মিছিল করেছে ফতুল্লায় অবস্থিত মডেল গার্মেন্টস এর শ্রমিকরা। শনিবার (২ফেব্রুয়ারি) বিকেলে চষাড়ার শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি যাত্রা শুরু করে এবং দুই নং রেলগেইট এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী শ্রমিকরা অবস্থান নেয়, বাংলাদেশ সমাজতান্ত্রীক দল (বাসদ) এর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে।
সেখানে শ্রমিকদের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি সেলিম মাহমুদ বলেন, আপনাদের এই ধরনের সমস্যা বহু আগে থেকেই। কারণ আপনারা ঐক্যবদ্ধ না। আপনাদের অধিকার হরনের বিষয়ে আপনারা ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন না করার কারণে মালিক শ্রেণী কোটি টাকার মালিক হচ্ছে আর আপনারা মাথার ঘাম পায়ে ফেলেও ঋণী হচ্ছেন।
তিনি আরো বলেন, শ্রমিকদের দাবি আদায়ের একমাত্র মাধ্যম হলো এই (বাসদ) কার্যালয়। আগেও এখানে বহু শ্রমিক এসেছে আমরা চেষ্টা করেছি তাদের নেয্য পাওণাটা আদায় করে দেওয়ার। আপনারাও এখানে এসেছেন আমরা চেষ্টা করবো আপনাদের এই মজুরি বৃদ্ধির যেই দাবি তা আদায় করে দেয়ার তবে এর কিছু প্রসেশ আছে।
এসময় উপস্থিত ছিলেন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়নগঞ্জ জেলা সভাপতি, সেলিম মাহমুদ,সমাজতান্ত্রীক শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলা সভাপতি, আবু নাঈম খাঁন বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়নগঞ্জ জেলা সাধারন সম্পাদক, জাহাঙ্গীর আলম গোলক প্রমুখ।