না.গঞ্জে প্রশ্নপত্র ফাঁস ঘটেনি, এবারও ঘটবে না : জেলা প্রশাসক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রাব্বী মিয়া বলেছেন, শতভাগ নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রশ্নপত্র যাতে কোনো ভাবেই ফাঁস না হয়, এজন্য আমরা সতর্ক রয়েছি। অনেকেই এ নিয়ে কাজ করে যাচ্ছে। আমাদের প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেট রয়েছে এ ব্যাপারে কাজ করছে। ইতোপূর্বে নারায়ণগঞ্জে কখনোই প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। এবারও ঘটবে না। শনিবার (২ ফেব্রুয়ারি) শহরের কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

কোচিং সেন্টার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সকল কোচিং সেন্টার বন্ধ রয়েছে। কোথাও কোচিং সেন্টার চলছে না। কোচিং সেন্টার চলছে এভাবে বললে হবে না। আমাকে তালিকা দিতে হবে। নামসহ তালিকা পেলে আমরা ব্যবস্থা নেবো।

প্রসঙ্গত, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৩৪ হাজার ১০৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। মোট ৪০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

add-content

আরও খবর

পঠিত