নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় এশিয়ান গ্রুপের মবিলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২ ফেব্রুয়ারি) বেলা সোয়া এগারটার দিকে কুতুবপুরের নন্দলাল পুরে আরএম মবিলের গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে দুপুর বারোটার দিকে ঢাকা ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত (সোয়া দুইটা) আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
ঢাকা ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের সহকারি পরিচালক মামুন মাহমুদ জানান, ১২ টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমরা কাজ শুরু করি। আগুনের তীব্রতা অনেক। ফোম ব্যবহার করা হয়েছে। আশা করছি আরও ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসবে।
আরএম মবিলের গোডাউনের সুপারভাইজার শাজাহানের দাবি, আমাদের গোডাউনের পাশে সোমা স্টিল মিল থেকে আগুনের ফুলকি এসে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তিনি জানান, দুবাই থেকে মবিল এনে এখানে গুদামজাত করা হয়। পরে এখান থেকে বিভিন্ন অঞ্চলে মবিল বাজারজাত করা হয়ে থাকে।