সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত, সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মালা আক্তার মিতু নামে এক নারী পোশাক শ্রমিক নিহতের ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা গার্মেন্সট কারখানায় ভাংচুর করে। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে সিদ্ধিরগঞ্জ থানার সিদ্ধিরগঞ্জপুল এলাকায় এ ঘটনা ঘটে।

বিক্ষোব্ধ শ্রমিকরা মিতুর সড়ক দূর্ঘটনার জন্য দায়ী বাস চালকের শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে নারায়ণগঞ্জ-আদমজী সড়ক অবরোধ করে। রাস্তায় টায়ার জ্বালিয়ে শ্রমিকরা বিভন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত সাড়ে আটটার দিকে সিদ্ধিরগঞ্জপুল এলাকার ইকবাল গ্রুপের কৃষ্ণচুড়া ফ্যাশনের পোশাক কারখানার শ্রমিক মিতুসহ কয়েকজনকে একটি বাস চাপায় দেয়। পরে মিতুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাতেই তার মৃত্যু হয়। আহত শ্রমিকদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে এ খবর পেয়ে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে এবং আসবাবপত্র ভাংচুর করে। এক পর্যায়ে শ্রমিকরা সকাল সাড়ে দশটার দিকে রাস্তায় নেমে আসে।  এতে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

নারায়ণগঞ্জের শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, বিক্ষুদ্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে একরাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

add-content

আরও খবর

পঠিত