নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শহরে সায়েম প্লাজার এলিগেন্স কসমেটিক্স শপ বিএসটিআই এর অনুমোদন ছাড়া কর ফাঁকি দিয়ে প্রসাধনী সামগ্রী বিক্রি করে আসছিলো। সে কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (৩০ জানুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তরিকুল ইসলাম, কামরুল হাসান মারুফ ও ফারজানা আক্তারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ জানান, বিএসটিআই এর অনুমোদন ছাড়াই এ দোকানটিতে প্রসাধনী সামগ্রী কেনাবেচা করছিলো। মূলত ব্যবসায়ীরা কর ফাঁকি দেয়ার জন্য এ কাজটি করে। তাই ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এ এলিগেন্স কসমেটিক্স শপকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।