বিজয়ী আওয়ামী প্যানেলের ডিসি-এসপি সাথে সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে জুয়েল-মোহসীন প্যানেল বিজয় লাভ করায় জেলা প্রশাসক রাব্বী মিয়া ও পুলিশ সুপার হারুন অর রশীদের সাথে সৌজণ্য সাক্ষাৎ করেছে। রবিবার (২৭ জানুয়ারী) জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে তাদের সাথে সৌহার্দ্য বিনিময় করেন আইনজীবী সমিতির নব নির্বাচিত সদস্যরা।

এ সময় জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, আইনজীবীদেরকে মামলা নেওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে, সকল মামলা নেওয়া যাবে না। আর মানুষ যাতে ন্যায় বিচার পায় সেদিকে দৃষ্টি রাখতে হবে। আমি আশা করছি জুয়েল এবং মোহসীনের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যরা সর্বদাই গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে যান জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এবং সেখানে পুলিশ সুপার হারুন অর রশিদ সকলকে উষ্ণ অভ্যর্থনা জানান ও মিষ্টি মুখ করান। পুলিশ সুপার হারুন অর রশিদ বারের নব নির্বাচিত সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক এড. মোহসীন মিয়াসহ সকলকে বিজয়ের শুভেচ্ছা জানান এবং ন্যায়ের পক্ষে কাজ করার আহবান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সিনিয়র সহ সভাপতি এড. আলী আহমদ ভূইয়া, সহ সভাপতি এড. বিদ্যুত কুমার সাহা, যুগ্ম সম্পাদক এড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ এড. আ: রউফ মোল্লা, আপ্যায়ণ সম্পাদক এড. মো: মনিরুজ্জামান কাজল, লাইব্রেরী সম্পাদক এড. সুবাস বিশ^াস, ক্রীড়া সম্পাদক এড. মাসুদ রানা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এড. সাজ্জাদুল হক সুমন, সমাজ সেবা সম্পাদক এড. রাশেদ ভূইয়া, আইন ও মানবাধীকার সম্পাদক এড. স্বপন ভূইয়া, কার্যকরী সদস্য এড. নুসরাত জাহান তানিয়া, মো: মশিউর রহমান, এড. আ: মান্নান, এড. হাসিবুল হাসান রনি ও এড. আহসান হাবিব গোলাপ।

add-content

আরও খবর

পঠিত