নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শহরের দেওভোগ এলাকায় আলমগীর (২৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। সে দেওভোগ মাদ্রাসা এলাকার বাসিন্দা। পেশায় সে দর্জি ও চায়ের দোকান চালায়। রবিবার (২৭ জানুয়ারি) রাত পৌনে ৭টায় দেওভোগ মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় আলমগীরকে খানপুরের ৩শত শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খানপুরের ৩শত শয্যা বিশিষ্ট হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার সরোয়ার হোসেন খান জানান, রোগীর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিশেষ করে পেটে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। রোগী হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে।
আলমগীরের বন্ধু শাকিল প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, আলমগীর সন্ধ্যায় চায়ের দোকানের দিকে যাচ্ছিল। এমন সময় কিছু লোক এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে তাকে আঘাত করে পালিয়ে যায়। ঘটনা শুনে শাকিল ও তার বন্ধুরা গুরুতর আহত আলমগীরকে হাসপাতালে নিয়ে আসে।
এদিকে খবর পেয়ে খানপুর হাসাপাতালে নিহতের স্বজনরা ও পুলিশ অবস্থান করছে। তবে কে বা কারা আলমগীরকে কুপিয়েছে তা এখনো জানা যায়নি।