হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশ‌নের সা‌বেক প‌রিচালক আ‌দিলের স্মরণসভা অনু‌ষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্র‌তি‌নি‌ধি ) : বাংলা‌দেশ হো‌সিয়ারী এ‌সো‌সিয়েশ‌নের প‌রিচালনা পর্ষদ (২০১৭-২০১৯) এর পরিচালক এবং এ‌সো‌সি‌য়েশ‌নের সদস্যভুক্ত প্র‌তিষ্ঠান মেসার্স সিয়াম হো‌সিয়ারী এন্ড টেক্সটাইল এর মা‌লিক মো. আদিল হাওলাদা‌রের মৃত্যু‌তে মরহু‌মের রু‌হের মাগ‌ফিরাত কামনা ক‌রে স্ম‌রন সভা ও মিলাদ অনু‌ষ্ঠিত হয়ে‌ছে। শ‌নিবার (২৬ জানুয়ারী) বাদ আসর বাংলা‌দেশ হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশ‌নের আয়োজনে নগরীর ১নং রেইল গেইটস্থ ‌হো‌সিয়ারী ভব‌নে এই  স্মরণসভা ও মিলাদ অনু‌ষ্ঠিত হয়।

এসময়, বাংলা‌দেশ হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশ‌নের প্রে‌সি‌ডেন্ট ও না‌সিক ১৬ নং ওয়ার্ড কাউ‌ন্সিলর শেখ নাজমুল আলম সজল মরহুম আ‌দিল হাওলাদা‌রের স্মর‌নে শোকবাণী পাঠ ক‌রেন। শোকবাণী‌তে নাজমুল আলম সজল উ‌ল্লেখ ক‌রেন, বাংলা‌দেশ হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশ‌নের প‌রিচালনা পর্ষদ (২০১৭-২০১৯) এর প‌রিচালক এবং এ‌সো‌সি‌য়েশ‌নের সদস্যভুক্ত প্র‌তিষ্ঠান মেসার্স সিয়াম হো‌সিয়ারী এন্ড টেক্সটাইল এর মা‌লিক মো. আদিল হাওলাদা‌র সা‌হেব গত ২৯ ডিসেম্বর তা‌রি‌খে ই‌ন্তেকাল ক‌রেন। (ই‌ন্না‌লিল্লা‌হি ওয়া ইন্না লিল্লা‌হি ওয়া ইন্নাইলাই‌হি রা‌জিউন)।

বাংলা‌দেশ হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশ‌নের প‌রিচালনা পর্ষদ (২০১৭-২০১৯) এর ১৩ তম মা‌সিক সভায় মরহু‌মের বি‌দেহী আত্মার মাগ‌ফিরাত কামনা ক‌রিয়া শোক প্রস্তাব গ্রহন করা হয়। বাংলা‌দেশ হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশ‌নের প‌রিচালনা পর্ষদ (২০১৭-২০১৯) এর প‌রিচালকবৃন্দ ও সকল হো‌সিয়ারী  মা‌লিক‌দের পক্ষ হই‌তে মহান আল্লাহ তাঅালার নিকট আ‌মি তাহার বি‌দেহী আত্মার মাগ‌ফিরাত কামনা কর‌ছি এবং তাহার শোক সন্তপ্ত প‌রিবা‌রের সকল সদস্য‌দের প্র‌তি সম‌বেদনা জানাই‌তে‌ছি।

স্মরণসভা ও দোয়া মাহ‌ফি‌লে আ‌রো উপ‌স্থিত ছি‌লেন, বাংলা‌দেশ হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশ‌নের সহ সভাপ‌তি  (জেনা‌রেল) মো. ক‌বির হো‌সেন, সহ সভাপ‌তি (এ‌সো‌সি‌য়েট) মো. না‌সির‌ শেখ, সা‌বেক সভাপ‌তি মো. দুলাল ম‌ল্লিক। প‌রিচালক‌দের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন মো. আতাউর রহমান (জেনা‌রেল), বীর মু‌ক্তি‌যোদ্ধা মো. আলী আহা‌মেদ শেখ (জেনা‌রেল), আলহাজ্ব মো. ম‌নির হো‌সেন (জেনা‌রেল), বাবু সুশান্ত পাল চৌধুরী (জেনা‌রেল), মো. সাখাওয়াত হো‌সেন সুমন (জেনা‌রেল), মো. না‌সিম আহ‌মেদ (এ‌সো‌সি‌য়েট), মো. না‌সিম আহ‌মেদ (এ‌সো‌সি‌য়েট), মো. আতাউর রহমান (এ‌সো‌সি‌য়েট), হাজ্বী মো. শ‌ফিউ‌দ্দিন সো‌হেল (এ‌সো‌সি‌য়েট), সা‌বেক প‌রিচালক মো. সাইদ আহ‌মেদ স্বপন এবং হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশন এর স‌চিব মো. সরদার হো‌সেন সহ মরুহুম আ‌দিল হো‌সেন হাওয়লা‌দা‌রের প‌রিবারের সদস্যগন।

add-content

আরও খবর

পঠিত