আবা‌রো গ্রেফতার বিএনপির সহ সভাপতি পারভেজ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : জামিন লাভের পর আবারো জেল গেট থেকে গ্রেফতার হয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি পারভেজ আহমেদ। পারভেজকে ফতুল্লা মডেল থানার একটি বিস্ফোরক মামলায়  গ্রেফতার করা হয়। ২৪ জানুয়ারী বৃহস্পতিবার ডিবি পুলিশের পরিদর্শক এনামুল হক তাকে গ্রেফতার করেছেন।

ডিবি পুলিশের পরিদর্শক এনামুল হক জানান, ফতুল্লা থানার মামলায় ২৫ জানুয়ারী শুক্রবার ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে তুললে আদালত তাকে কারাগারে প্রেরণ করে। ২৪ জানুয়ারী বৃহস্পতিবার বেলা ১১টায় জামিন পেয়ে জেলা কারাগার থেকে বের হওয়ার পথে ডিবি পুলিশের পরিদর্শক এনামুল হক তাকে গ্রেফতার করেন।

প্রসঙ্গত, এর আগে গত ২৪ ডিসেম্বর রাতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন শেষে ফেরার পথে চাষাঢ়ার বঙ্গবন্ধু সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল।

add-content

আরও খবর

পঠিত