নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার) নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা অবস্থা পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুর আড়াইটায় জেলা জজ আদালত প্রাঙ্গণে আসেন জেলা পুলিশ সুপার। এর আগে সকাল ৯টায় জেলা দায়রা জজের ৩য় তলায় অর্থঋণ আদালতে এ ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. মেহেদী ইমরান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুবাস চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (গ সার্কেল), ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. মঞ্জুর কাদের সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।