নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। চলছে ভোটগণনা। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে আইনজীবী সমিতির নির্বানের ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪ টায় শেষ হয় । সকাল থেকেই নির্বাচনের পরিবেশ শান্তিপূর্নভাবে উৎসবমূখর পরিবেশে ভোটাররা ভোট দিয়েছেন।
এবারের নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মধ্যে বিএনপি সমর্থিত নীল প্যানেলের ১৬ জন এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের ১৭ জন। তবে এবার কোন স্বতন্ত্র প্রার্থী অংশ নেয়নি।
এবছর নীল প্যানেলের প্রার্থীরা হলেন, সভাপতি পদে সরকার হুমায়ন কবীর, সাধারণ সম্পাদক পদে মো. আবলি কালাম আজাদ জাকির, সিনিয়র সহ-সভাপতি পদে মো. রেজাউল করিম খান রেজা, সহ-সভাপতি পদে মো. গিয়াসউদ্দিন মিঞা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. সাহিদুল ইসলাম টিটু, কোষাধ্যক্ষ পদে নজরুল ইসলঅম মাসুম, আপ্যায়ন সম্পাদক পদে কায়সার আলম চৌধুরী টুটুল, লাইব্রেরী সম্পাদক পদে শারমিন আক্তার, ক্রীড়া সম্পাদক পদে শেখ আনজুম আহমেদ রিফাত, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে রাসেল প্রধান, সমাজ সেবা সম্পাদক পদে আসমা হেলেনা, আইন ও মানবাধিকার সম্পাদক পদে রোকন উদ্দিন।
এছাড়া কার্যকরি সদস্য পদে রয়েছেন মো. আহসান হাবিব ভূঞা, ফজলুর রহমান ফাহিম, আমিনুল ইসলাম ও সারোয়ার জাহান।
এদিকে সাদা প্যানেলের প্রার্থীরা হলেন, সভাপতি পদে হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক পদে মোহসীন মিয়া, সিনিয়র সহ-সভাপতি পদে আলী আহাম্মেদ ভূঁইয়া, সহ-সভাপতি পদে বিদ্যুত কমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ পদে মো. আব্দুর রউফ মোল্লা, আপ্যায়ন সম্পাদক পদে মনিরুজ্জামান কাজল, লাইব্রেরী সম্পাদক পদে সুবাস বিশ্বাস, ক্রীড়া সম্পাদক পদে মাসুদ রানা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাজ্জাদুল হক সুমন, সমাজসেবা সম্পাদক পদে মো. রাশেদ ভূইয়া ও আইন এবং মানবাধিকার সম্পাদক পদে রয়েছে মো. স্বপন ভূঁইয়া।
এছাড়া কার্যকরি সদস্য পদে রয়েছে মো. আনোয়ার হোসেন ভূঁইয়া, হাছিব-উল-হাছান, নূসরাত জাহান, মশিউর রহমান ও আব্দুল মান্নান।
নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব রয়েছেন সিনিয়ির আইনজীবী আখতার হোসেন। এছাড়া সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন মেরিনা আক্তার। বোর্ডের অপর সদস্যরা হলেন আবদুর রহিম, আশরাফ ও সুখচাঁন বাবু।
প্রসঙ্গত, গত ৮ জানুয়ারী নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, মনোনয়ন সংগ্রহের তারিখ ছিলো ৯ জানুয়ারী থেকে ১১ জানুয়ারী। যাচাই বাছাই ও প্রাথমিক বৈধ প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে ১২ জানুয়ারী, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ছিলো ১৫ জানুয়ারী। চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হয় ১৬ জানুয়ারী এবং আগামী ২৪ জানুয়ারী হবে ভোট গ্রহণ।