সাংবাদিকদের লেখনি দিয়ে অনেক কিছুই সম্ভব : শামীম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি একেএম শামীম ওসমান বলেছেন, শহরটা চলাচলে অনপুযুক্ত হয়েগেছে। শহরাটাকে ঠিক করতে, নারায়ণগঞ্জ জেলাটাকে ঠিক করতে সকলকে একত্রে কাজ করা উচিৎ। অনেকে ক্রেডিট নিয়ে চিন্তা করতে পারেন। তাদের জন্য বলি, ভয় পাবার কোন কারণ নাই, সামনের বার নির্বাচন আমি করবো না। সুতরাং কাজটা সবাই মিলে করবেন। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) জেলা আইনজীবী সমিতির নির্বাচন চলাকালীন সময়ে জেলা জজ আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ প্রত্যাশা করে একটি মেডিকেল কলেজ, পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক মানের স্কুল, রাস্তাঘাটের অবকাঠামোগত উন্নয়ন৷ এসবের জন্য যদি নারায়ণগঞ্জের সকল শক্তিগুলো এক থাকেন তাহলে আমরা এই দাবিগুলো নারায়ণগঞ্জের মানুষের জন্য পূরণ করতে পারবো৷ আমার বিরোধিতা করলেও সমস্যা নাই৷ কিন্তু সবাইকে ভালোর জন্য কাজ করতে হবে।

সংসদ সদস্য বলেন, রাজনীতিবিদদের চেয়ে সমাজে ভালো ভূমিকা রাখতে পারেন সাংবাদিক ও আইনজীবীরা। আইনজীবী আদালতে ন্যায় বিচারের জন্য আদালতে দাঁড়াতে পারে নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে। যদি সে মনে করে এটি শুধু তার ব্যবসা নয় সমাজের প্রতিও তার দায়বদ্ধতা আছে। আর সাংবাদিক যদি মনে করেন কলমের লেখনি দিয়ে ভালো কাজে লাগাবো তাহলে অনেক কিছুই সম্ভব। এই দুটি শক্তি এক হলে সমাজে যারা খারাপ কাজ করছেন তারা খারাপ কাজ থেকে বিরত থাকবে।

বার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আইনজীবীদের উদ্দেশ্যে আমার কিছু বলার নাই৷ তারা জানেন, তাদের কি করতে হবে৷ আমিও আইনজীবী কিন্তু আমি এখানে ভোটার না৷ আমি ভোটার হলে চিন্তা করতাম, বারের সমস্যা, আইনজীবীদের যে সমস্যা সেই সমাধান করতো কে? সেই সমস্যা সমাধানের জন্য যারা কাজ করবেন তাকেই আমি ভোট দিতাম৷ কেননা তাদের ভোটটা দিলে এই কাজগুলো করতে সুবিধা হতো৷ তবে আমি মনে করি নারায়ণগঞ্জ বারের দায়িত্ব এইটুকু না৷ সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখা বারের দায়িত্ব।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, সংরক্ষিত নারী আসনের সাংসদ হোসনে আরা বেগম বাবলী, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি চন্দন শীল, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম চেঙ্গিস প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত