মুখ ঢেকে আদালতে সন্ত্রাসী মীরু, রিমান্ড শুনানি ২৭ জানুয়ারি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লার দূর্ধর্ষ সন্ত্রাসী ১৮ মামলার আসামী মীর হোসেন মীরুকে আদালতে হাজির করা হয়েছে। সোমবার (২১ জানুয়ারি) দুপুরে তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আগামী ২৭ জানুয়ারী রিমান্ড আবেদনের শুনানির জন্য দিন ধার্য্য করেন আদালত।

অন্যদিকে তার আইনজীবি জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে মীরুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে মীরুকে আদালতে আনা হলে এজলাসে যাওয়ার আগ পর্যন্ত কাপড় দিয়ে মুখ ঢেকে রাখেন মীরু।

কোর্ট পুলিশের পরিদর্শক হাবিুবুর রহমান জানান, মারামারির একটি মামলায় মীরুকে আদালতে নিয়ে আসা হয়েছিলো।

রবিবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পাগলার নিজ বাড়ি থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশ। মীরু ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

উল্লেখ্য, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচনের পর প্রতিপক্ষ সন্ত্রাসীদের গুলিতে মীরু কোমড়ে গুলিবিদ্ধ হয়। এরপরেই মূলত সে পঙ্গত্ব বরণ করে। কিন্তু পঙ্গুত্ব বরণ করলেও মীরু হুইল চেয়ারে বসেই ফতুল্লার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতে থাকে। এজন্য মীরুর রয়েছে একটি বিশাল সশস্ত্র বাহিনী। ২০১৬ সালে মীরুর বিরুদ্ধে একাধিক অভিযোগ থানায় জমা পড়লে পুলিশ তাকে হুইল চেয়ার সহ গ্রেফতার করেছিল।

add-content

আরও খবর

পঠিত