নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : ফতুল্লার চাঁদমারী বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে বস্তির অর্ধ শতাধিক ঘরসহ ঝুটের গুদাম আগুনে ভস্মীভূত হয়।
সোমবার (২১ জানুয়ারি) ভোর রাত চারটার দিকে আগুন এ ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের দীর্ঘ তিন ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়াও আগুনের সূত্রপাতের বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল-আরেফিন জানান, তদন্তের পর অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
প্রতক্ষদর্শীরা জানান, চাঁদমারী বস্তির অধিকাংশ ঘরগুলিই ঝুটের গুদাম হিসেবে ব্যবহৃত হত। এখানে মূলত গার্মেন্টেসের টুকরো থান এনে প্রক্রিয়াজাতকরন করে বিক্রি করা হতো। এছাড়া কয়েকটি ছোট ছোট পরিবার বাস করত।