নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় উৎসব সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির অন্যতম সদস্য এডভোকেট আনিছুর রহমান দিপুর নেতৃত্বে মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগদান করেছেন।
১৯ জানুয়ারি শনিবার দুপুরে যথাযথ সময়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হন আনিছুর রহমান দিপু নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান করেন নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ্য. সদ্য সমাপ্ত গত জাতীয় একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় উদযাপনের অংশ হিসেবে ১৯ জানুয়ারি শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশের আয়োজন করা হয় এবং সেই মহাসমাবেশে দুপুরে সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।