নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সহ প্রচার সম্পাদক ও ১৬নং ওয়ার্ডের সেক্রেটারি মুহা. মোস্তফা গত ১১ জানুয়ারি সন্ধ্যা ৫.১৫ ঘটিকার সময় নিখোঁজ হয়। তিনি ডি.আই.টি মার্কেটে ব্যবসা করেন। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়রী করা হয়। অনেক খোঁজ করার পরও তার সন্ধান পাওয়া যাচ্ছে না।
১৩ জানুয়ারি রবিবার সন্ধ্যা ৭টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার উদ্যোগে শহর শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল হাই-এর সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এ সময় তার দ্রুত সন্ধান দেওয়ার জন্য প্রশাসনের প্রতি উদাত্ত আহবান জানান।