ম‌নোনয়ন জমা দি‌লেন আইনজীবী সমন্বয় ও ঐক্য প‌রিষ‌দ প্যানেল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আগামী ২৪ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০১৯-২০ সনের নির্বাচন। এ উপলক্ষ্যে আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের পক্ষ থেকে ১৭ আইনজীবী ও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের পক্ষ থেকে ১৭ আইনজীবী প্রধান নির্বাচন কমিশন বরাবর মনোনয়নপত্র দাখিল করেছেন।

শুক্রবার (১১ জানুয়ারি) বিকেলে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত শহীদ মো. বাদল, সোনারগাঁ আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুইয়া ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সেলিনা ইয়াসমিনের নেতৃত্বে আওয়ামী সমর্থিত প্যানেলের আইনজীবীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, সিনিয়র সহসভাপতি পদে আলী আহমদ ভূইয়া, সহসভাপতি পদে বিদ্যুৎ কুমার সাহা, সাধারণ সম্পাদক মুহাম্মদ মোহসীন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ পদে আব্দুর রউফ মোল্লা, আপ্যায়ন সম্পাদক পদে মনিরুজ্জামান কাজল, লাইব্রেরী সম্পাদক পদে সুবাস বিশ্বাস, ক্রীড়া সম্পাদক পদে মাসুদ রানা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাজ্জাদুল হক সুমন, সমাজসবা সম্পাদক পদে রাশেদ ভূইয়া, আইন ও মানবাধিকার সম্পাদক পদে স্বপন ভূইয়া এবং কার্যকরী পাঁচটি সদস্য পদে আনোয়ার হোসেন ভূইয়া, নুসরাত জাহান তানিয়া, মোহাম্মদ মশিউর রহমান, আব্দুল মান্নান ও হাসিবুল ইসলাম রনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদিকে শুক্রবার দুপুরে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, অ্যাডভোকেট খোরশাদ মোল্লা, আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ঐক্যপরিষদ প্যানেলের আইনজীবীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

জাতীয়তাবাদী ঐক্য পরিষদ প্যানেলে সভাপতি পদে সরকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ জাকির, সিনিয়র সহসভাপতি পদে রেজাউল করিম খান রেজা, সহসভাপতি পদে গিয়াসউদ্দীন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাহিদুর রহমান টিটু, কোষাধ্যক্ষ পদে নজরুল ইসলাম মাসুম, আপ্যায়ন সম্পাদক পদে কায়েস আহমেদ চৌধুরী টুটুল, লাইব্রেরী সম্পাদক পদে শারমীন আক্তার, ক্রীড়া সম্পাদক পদে শেখ আনজুম আহমেদ রিফাত, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে রাসেল প্রধান, সমাজসেবা সম্পাদক পদে আসমা হেলেন বিথি, আইন ও মানবাধিকার সম্পাদক পদে মোহাম্মদ রোকন উদ্দীন, কার্যকরী সদস্য পদে আহসান হাবিব ভূইয়া, সারোয়ার জাহান, আমিনুল ইসলাম, নাসরিন আক্তার ও ফজলুর রহমান ফাহিম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচনের তফসিল অনুযায়ী, ৯ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র যাচাই বাছাই ও প্রাথমিক বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ১২ জানুয়ারি। ১৩ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। জজ কোর্টের ৩য় তলায় অর্থঋণ আদালতে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ওইদিনই ভোটগ্রহণ শেষে ভোটগণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

আইনজীবী সমিতির ২০১৯-২০ বছরের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অ্যাডভোকেট আখতার হোসেন দায়িত্ব পালন করবেন। এছাড়া সহকারী নির্বাচন কমিশনার হিসেবে অ্যাডভোকেট মেরিনা বেগম, অ্যাডভোকেট আব্দুর রহিম, অ্যাডভোকেট আশরাফ এবং অ্যাডভোকেট সুখচান বাবু দায়িত্ব পারন করবেন। এছাড়া আপিল বিভাগে রয়েছে অ্যাডভোকেট শওকত আলী, অ্যাডভোকেট রমজান আলী ও অ্যাডভোকেট ইমদাদুল হক তারাজউদ্দিন।

প্রসঙ্গত, ২০১৮-১৯ বছরে আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নিবাচনে ১৭টি পদের বিপরীতে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল ১১ টি পদে জয়ী হয়। তবে সভাপতি, সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ ৬টি পদে জয় পায় আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল।

add-content

আরও খবর

পঠিত